না বলতে ওরা আর ভয় পাচ্ছে না!
মাহশা আমিনির মৃত্যু হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। দীর্ঘ কয়েক দশক জুড়ে (১৯৭৯ পর থেকে) ইরানের সরকার নারীর উপর একের পর এক যে বিধি নিষেধ আরোপ করে আসছিল মাহশা আমিনির মৃত্যু যেন তার সর্বোত্তম পর্যায়। নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব, বিবাহের বয়স ১৮ থেকে ৯-এ নামিয়ে এনে আইন প্রণয়ন করা, পুরুষের ক্ষেত্রে একাধিক বিবাহের আইনি সম্মতি প্রদান আর সহজ তালাক দেওয়ার প্রথা, অন্যদিকে নারীর ক্ষেত্রে তালাকের নিয়মকে জটিল করে আইনের বেড়াজালে নারীকে আটকে রাখা- এই সব কিছু নিয়ে ইরানের নারী কি সুরক্ষিত?
by নার্গিস পারভিন | 17 October, 2022 | 240 | Tags : Mahsa Amini Iran Government Hijab rull